হাঙ্গেরির বিপক্ষে গোল উৎসব দিয়ে নেশন্স লিগ শুরু জার্মানির
সবশেষ ইউরোর আসরটা ছিল জার্মানিতে। ক্রুস-নয়্যার-গুন্দোয়ানদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছিল স্বাগতিকরা। আসরের শুরুটাও হয়েছিল দারুণ। তবে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানদের। পরে ইউরোর আসর শেষে একে একে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন চারজন।
ক্রুসেরটা সবাই জানতেন আগে থেকেই। এরপর অবসর নেন নয়্যার, গুন্দোয়ান ও মুলারও। এতেই এই চার তারকা ছাড়া নতুন ঘরানার দল নিয়ে নেশন্স লিগের এবার আসর শুরু করে জার্মানরা। কিংবদন্তিদের ছাড়া নতুন তারকাদের নিয়ে নেশন্স লিগের শুরুটা দারুণ পেয়েছে জার্মানি। হাঙ্গেরি জালে রীতিমত গোল উৎসব চালিয়ে ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতেছে ইউলিয়ান নাগেলসম্যানের দলটি।
জার্মানির ডুসেলডর্ফে গত রাতে টুর্নামেন্টটির লিগ এ-এর ৩ নম্বর গ্রুপের ম্যাচে এই দাপুটে জয় পায় জার্মানি। পাঁচটি গোল এসেছে পাঁচজন ফুটবলারের নৈপুণ্যে। যার শুরুটা নিকলাস ফুলক্রুগকে দিয়ে। ২৭তম মিনিটে জামাল মুসিয়ালার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে জার্মানিকে এগিয়ে নেন তিনি। পরে প্রথমার্ধে আরও কোনো গোল পায়নি জার্মানি।
তবে দ্বিতীয়ার্ধে তারা পূর্ণ করেছেন গোলের হালি। সেটিও আবার ২৪ মিনিটের মধ্যেই। গোলগুলো যথাক্রমে করেছেন মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, পাবলোভিচ ও হাভার্টজ।