শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো আগের ম্যাচেই ক্যারিয়ারের ৯০০তম গোলটা ছুঁয়েছিলেন। তার ঠিক পরের ম্যাচে করলেন আরও এক গোল। তবে এবারের গোলের মাহাত্ম্যটা যেন আরও একটু বেশি। এবারের গোলে যে নিশ্চিত ড্রয়ের হাত থেকে বেঁচে গেছে তার দল পর্তুগাল! স্কটল্যান্ডের বিপক্ষে শেষমেশ ২-১ গোলে জিতেছেন রোনালদোরা।
নিজেদের মাঠ এস্তাদিও দা লুজে গত রাতে হেরেও বসতে পারত পর্তুগাল। সফরকারী স্কটল্যান্ড প্রথমেই গোলের দেখা পেয়ে গিয়েছিল। ম্যাচের ৭ মিনিটে ফ্রি কিক থেকে ভেসে আসা বল পর্তুগাল রক্ষণ ঠেকিয়ে দিয়েছিল। তবে ফিরতি সুযোগে কেনি ম্যাকলিনের দারুণ ক্রসটা ঠেকাতে পারেনি।
সে ক্রসটা গিয়ে পড়ে ছয় গজের বক্সে অরক্ষিত থাকা স্কট ম্যাকটমিনের মাথায়। তা দারুণ এক হেডারে জালে জড়িয়ে শেষ ১২ ম্যাচে ১০ম গোলের দেখা পেয়ে যান সদ্য নাপোলিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার।
প্রথমার্ধে আর সে গোলের জবাব দিতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় রোনালদোকে। এরপরই তার দল যেন জেগে ওঠে ঘুম থেকে।
৫৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা রাফায়েল লিয়াওর নিচু ক্রসে ব্রুনো ফের্নান্দেজ বক্সের বাইরে থেকে নেন দুর্বল এক শট। সে শটটা স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গান ঠেকাতে পারেননি, তার হাত থেকে বলটা জড়ায় জালে।
এরপর একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছিল। কিন্তু গোলের দেখা মিলছিলই না। জোয়াও ফেলিক্সের একাধিক চেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন স্কটিশ গোলরক্ষক।
৮৮ মিনিটে এরপর সব আলো কেড়ে নেন রোনালদো। নুনো মেন্দেজের দারুণ ক্রসটা থেকে ৬ গজের বক্সে বল পেয়ে যান তিনি। ফাঁকায় বলটা পেয়ে গোল করতে ভোলেননি তিনি। এই এক গোলে জয় নিশ্চিত হয়ে যায় তার দলের।
এই জয়ের ফলে পর্তুগাল লিগ এ গ্রুপ ১ এর শীর্ষে চলে এসেছে ৬ পয়েন্ট নিয়ে। দুই আর তিনে আছে ক্রোয়েশিয়া আর পোল্যান্ড। দুই দলের পয়েন্ট সমান ৩ করে।