ব্রাজিলের ক্লাবে পাড়ি জমালেন ডিপে
ডাচ তারকা ফরোয়ার্ড মেমফিস ডিপে। ক্যারিয়ার জুড়ে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদের মতো প্রথম সারির ক্লাবে। তবে কোথাও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। এবার তাই সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপ ছাড়ার। পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের শীর্ষ লিগ সিরি ‘এ’-র ক্লাব করিন্থিয়াসে।
বয়সটা খুব বেশি হয়নি ডিপের, ৩০-এ পা দিয়েছেন মাত্র। এত আগেই ইউরোপ ছেড়ে তার অন্য মহাদেশের ক্লাবে পাড়ি দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। তায় আবার ব্রাজিলের ক্লাবে। যেখানে সাম্প্রতিক সময়ে প্রচুর খেলোয়াড় পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগে। সেখানে ফ্রি এজেন্ট হিসেবে ডিপের করিন্থিয়াসে যোগ দেওয়াটা অবাক করার মতোই।
গোল ডটকমের খবর অনুযায়ী, নতুন ক্লাবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে ডিপের। শীঘ্রই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বরণ করে দেওয়া হবে তাকে।