ব্যালন ডি’অরে মনোনীত না হয়ে হতাশ রদ্রিগো

ব্যালন ডি’অরে মনোনীত না হয়ে হতাশ রদ্রিগো

গত বুধবার ঘোষিত হয়েছে এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীতদের নাম। যেখানে ২০০৩ সালের পর এবারই প্রথমবার ছিল না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদোর নাম। বিষয়টি নিয়ে ফুটবল প্রেমীরা ব্যথিত হলেও অন্য আরেকটি বিষয়ের জন্য বেশ আগ্রহী সবাই। তা হলো এবার একদম নতুন কারও হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই ব্যক্তিগত অর্জন।

কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? এমন প্রশ্নের জবাবে তাদের নাম ফুটবল প্রেমীরা বলবেন, তাদের মধ্যে বেশিরভাগ স্থান জুড়েই আছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের নাম। বিশেষ করে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রদের নাম ওপরের দিকেই আছে। তবে এই তালিকা থেকে বাদ যাওয়া একজন হলে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

মনোনীত ৩০ জনের মধ্যে নিজের নাম না দেখে বেশ হতাশ হয়েছেন এই তরুণ। ক্লাবের জার্সি গায়ে নিয়মিতই ভাল পারফর্ম করে দেখাচ্ছেন তিনি। যদি গেল কোপা আমেরিকায় তার দল ব্রাজিল সুফল বয়ে আনতে পারেনি, তিনিও প্রশংসনীয় পারফর্ম করতে পারেননি।

ইএসপিএনকে রদ্রিগ জানিয়েছেন, ‘আমার মন খারাপ হয়েছিল। আমি মনে করি, এটা আমার প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না। কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত। কিন্তু এটা নিয়ে আমার তেমন কিছু করার নেই, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই।’

ব্যালন ডি’অরে মনোনীতদের তালিকায় জায়গা না করতে পারলেও রদ্রিগো জায়গা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ এবং সমর্থদের মনে। নিয়মিত একাদশেই দেখা যায় তাকে। নিজের সেরাটাই মাঠে ঢেলে দেন তিনি। সামনের দিনগুলোতে দলের হয়ে আরও শিরোপা তুলে ধরবেন এমনটাই আশা করেন এই তরুণ।

সম্পর্কিত খবর