এবার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া

এবার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া

কলম্বিয়ার বিপক্ষে জিতেই কোপা আমেরিকার শিরোপাটা রেকর্ড ১৬তম বারের মতো ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ২ মাস না যেতেই সে কলম্বিয়ার সামনে আবারও পরে গেছে কোচ লিওনেল স্কালোনির দল। আজ রাতে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মাঠ বারাঙ্কিলায় খেলবে দুই দল। 

কোপা আমেরিকার ওই ম্যাচ নানান রকমভাবে আলোচনায় ছিল। ম্যাচের আগে দর্শকদের বিশৃঙ্খলা, এরপর ম্যাচে মেসির ৬৬ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়া, আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপাজয়… তবে সে ম্যাচ এখন সুদূর অতীত। সে ম্যাচের স্মৃতি পেছনে ফেলে এবার নতুন লক্ষ্য দুই দলের সামনে। 

ম্যাচটা যেহেতু কলম্বিয়ার মাঠ বারাঙ্কিলায়, সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ম্যাচেও হারের দগদগে টাটকা স্মৃতি আছে তাদের, স্বাগতিকরা এবার নিশ্চয়ই মরণকামড় দিতে চাইবে। তবে এ ছাড়াও কলম্বিয়ানদের সামনে আরও একটা অনুপ্রেরণা থাকবে। 

বর্তমানে তাদের অবস্থান কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ৩য় স্থানে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। তবে তাদের সামনে আছে উরুগুয়ে, যাদের পয়েন্ট সমান ম্যাচে ১৪। আজকের এই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১৬, খানিক সময়ের জন্য হলেও দুইয়ে উঠে আসতে পারবে দলটা। সঙ্গে শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গেও পয়েন্টের ব্যবধানটা কমিয়ে আনতে পারবে কোপার ফাইনালিস্টরা। 

ওদিকে আর্জেন্টিনা সাত ম্যাচ থেকে ১৮ পয়েন্ট জিতেছে, সম্ভাব্য ২১ পয়েন্টের মধ্যে খুইয়েছে কেবল ৩টিই পয়েন্ট। আজকের ম্যাচে জিতে গেলে শীর্ষে অবস্থানটা আরও পোক্তই হবে লিওনেল স্কালোনির দলের। 

দুই দলের সবশেষ লড়াইটা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। সে ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হওয়ার পর যোগ করা অতিরিক্ত সময়ে লাওতারো মার্তিনেজ করেন গোল। আর তাতেই আর্জেন্টিনা দলটা টানা দ্বিতীয় বারের মতো জেতে এই শিরোপা। 

সে ম্যাচে খেলা লিওনেল মেসি কিংবা আনহেল দি মারিয়ারা আজকের ম্যাচে নেই। মেসি চোটের কারণে সে ম্যাচের পর আর মাঠেই নামেননি। আর এদিকে সে ম্যাচের সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া অবসরই নিয়ে নিয়েছেন।

এই লড়াইয়ে কী হবে? কোপা আমেরিকার ফাইনালের পুনরাবৃত্তি? নাকি কলম্বিয়ার প্রতিশোধ? এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আজ বাংলাদেশ সময় মধ্যরাত ২টা ৩০ মিনিট পর্যন্ত। 

সম্পর্কিত খবর