এমবাপেকে ‘ছাড়াই’ বেলজিয়ামকে হারাল ফ্রান্স
কিলিয়ান এমবাপেকে দলে রেখে আগের ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সে ম্যাচে হেরেছিল ৩-১ গোলে। গত রাতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে কোচ দিদিয়ের দেশঁ শুরুর একাদশে রাখেননি এমবাপেকে। তাকে ছাড়াই বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।
শুধু যে এমবাপেকেই বিশ্রাম দিয়েছিলেন ফরাসি কোচ, বিষয়টা এমন নয়। বেলজিয়ামের বিপক্ষে গত রাতে পুরো ফরোয়ার্ড লাইনটাকেই বদলে দিয়েছিলেন তিনি।
তবে বেলজিয়াম ম্যাচের শুরুটা করেছিল বেশ ভালো। এরপর ফরাসিরা ম্যাচের লাগাম হাতে টেনে নেয় আধঘণ্টা পেরোনোর একটু আগে। গোলটা করেন রান্দাল কোলো মুয়ানি। ফরাসিদের হয়ে নিজের ষষ্ঠ গোল ম্যাচে এগিয়ে দেয় তার দলকে।
এই এক গোল নিয়ে বিরতিতে যাওয়া ফ্রান্স আবারও গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। গোলটা করেন কোলো মুয়ানির পিএসজি সতীর্থ উসমান দেম্বেলে। তার দারুণ গোলে লিডটা দ্বিগুণ করে ফ্রান্স।
ফ্রান্স আরও বড় ব্যবধানেও জিততে পারত ম্যাচটাতে। কিলিয়ান এমবাপেকে এরপর মাঠে এনেছিলেন কোচ দেশঁ। দুটো দারুণ সুযোগও পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে তিনি সে সুযোগগুলো গোলে রূপ দিতে পারেননি। যার ফলে ব্যবধানটাও আর বাড়েনি ফ্রান্সের।
তবে ২-০ গোলের এই জয় লিগ এ গ্রুপ ২ এ ফ্রান্সকে তাদের প্রথম তিন পয়েন্ট এনে দিয়েছে। বর্তমানে তাদের অবস্থান গ্রুপের দ্বিতীয় স্থানে। ৬ পয়েন্ট নিয়ে ইতালি আছে শীর্ষে। তিন পয়েন্ট নিয়ে হেড টু হেডে পিছিয়ে তিনে আছে বেলজিয়াম।