ইসরায়েলকে এবার হারাল ইতালি
নিজেদের প্রথম ম্যাচে ইতালি জিতেছিল ফ্রান্সের বিপক্ষে। এবার ইসরায়েলকেও হারিয়ে দিল ইতালিয়ানরা। উয়েফা নেশন্স লিগের ম্যাচে দলটা ২-১ গোলে জিতেছে, টানা দ্বিতীয় এই জয়ে তারা চলে এসেছে গ্রুপের শীর্ষেও।
হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দেখা মেলে এক দৃশ্যের। ইসরায়েলের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল, তখন গ্যালারিতে হাজির কিছু ইতালিয়ান সমর্থক তাদের পিঠ দেখাচ্ছিলেন ইসরায়েলের খেলোয়াড়দের। তাদের গায়ে ছিল ইতালির পতাকা, যাতে লেখা ছিল ‘লিবেরতা’, যার মানে স্বাধীনতা।
ম্যাচ শুরুর পরও ইসরায়েলের দুর্দশাটা কাটেনি। ইতালি গত রাতে ডেভিড ফ্রাতেসির গোলে এগিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মইস কিন ২-০ গোলে এগিয়ে দেন ইতালিকে। গিয়ামোকো রাসপাদোরির শট ঠেকালেও দ্বিতীয় চেষ্টায় কিনকে থামাতে পারেননি ইসরায়েল গোলরক্ষক।
যোগ করা সময়ে একটা গোল করে ইসরায়েল। গোলটা আসে মোহাম্মদ আবু ফানির পা থেকে। তবে এরপরও ইতালি ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
এই জয়ের ফলে ইতালি গ্রুপ ২ এর শীর্ষেই রইল। ২ ম্যাচের তাদের পয়েন্ট ৬। আর ইসরায়েল ২ ম্যাচের দুটিতেই হেরে রইল টেবিলের তলানিতে।