আর্জেন্টিনার অজেয় যাত্রা শেষ করল কলম্বিয়া
কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল। সে যাত্রাটা শেষ হয়েছিল আর্জেন্টিনার সামনে এসে। এবার আর্জেন্টিনাকেও সেই একই স্বাদটা দিল কলম্বিয়া। তাদের প্রায় এক বছর দীর্ঘ অপরাজেয় যাত্রাটা শেষ হলো আজ। কলম্বিয়া তাদের হারিয়েছে ২-১ গোলে।
বারাঙ্কিলায় আজ শুরু থেকেই কলম্বিয়া ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনার ওপর। এর মূল কারিগর ছিলেন হামেস রদ্রিগেজ। ২৫ মিনিটে ইয়েরসন মসকেরার গোলটাও এসেছে তার ক্রস থেকে।
হামেস আবার আর্জেন্টিনাকে দিয়েও গোল ‘করিয়েছেন’ দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে তার ভুল পাস থেকেই গোলটা করেন নিকলাস গঞ্জালেস।
তবে ১২ মিনিট পরই আবার লিড ফেরত পায় কলম্বিয়া। নিজেদের বিপদসীমায় ফাউল করে অধিনায়ক অতামেন্দি বিপদ ডেকে আনেন। রেফারি ভিএআর দেখে এসে ফাউল দেন। পেনাল্টি থেকে গোল করে হামেস রদ্রিগেজ দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। ওদিকে আর্জেন্টিনা এই হারের পরেও আছে শীর্ষে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট আছে তাদের ঝুলিতে।