ম্যাচ হেরে টিভি ক্যামেরাকে থাপ্পড় মারলেন মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ তার আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ম্যাচ হারেননি খুব একটা। সব মিলিয়ে ম্যাচ হার তার তিনটি। তাই জাতীয় দলের হয়ে হারের পর কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয়, তা বোধহয় তিনি জানেন না!
কলম্বিয়ার কাছে আজ ২-১ গোলে হারের পর আবারও মেজাজ হারিয়েছেন তিনি। ম্যাচ হেরে টিভি ক্যামেরাকে চড় মেরে দূরে সরিয়ে দিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে নিজেদের অষ্টম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে আর্জেন্টিনা। বারাঙ্কিলায় সেই ম্যাচের পর আজ তিনি বেশ কিছু কলম্বিয়ার খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন, সেখানে তার অ্যাস্টন ভিলা সতীর্থ জন জাদের দুরানও ছিলেন।
তবে এরপরই তিনি মেজাজ হারিয়ে বসেন। একটি টিভি ক্যামেরা তাকে অনুসরণ করে যাচ্ছিল। সেই টিভি ক্যামেরার দিকে এগিয়ে এসে তিনি সেটাকে থাপ্পড় মারেন।
যদিও এরপর মার্তিনেজ তার সতীর্থদের দিকে এগিয়ে যান। সেখানে এমনভাবে আচরণ করতে থাকেন, যেন টিভি ক্যামেরার সামনে তিনি কিছুই করেননি।
এ ঘটনাটি অবশ্য অন্যান্য সম্প্রচারকারীদের ক্যামেরায় ধরা পড়ে গেছে। যার ফলে তাকে নিয়ে সমালোচনার ঝড়ও বইতে শুরু করেছে।
এর আগে আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে। যার ফলে কলম্বিয়ানরা ৩১ বছর পর কোনো ম্যাচ জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে।