যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেলেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে আশানুরূপ পারফর্ম করতে পারেনি চেলসি। যার ফলে চলতি বছরের মে'তে ক্লাবের সঙ্গে পারস্পারিক সমঝোতায় চেলসির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মরিসিও পচেত্তিনোর। সবশেষ ১৬ বছর ধরে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে দায়িত্ব পালন করে আসছেন এই আর্জেন্টাইন কোচ। এবার শুরু হতে যাচ্ছে তার নতুন অধ্যায়। প্রথমবারের মতো হলেন জাতীয় দলের কোচ।
যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন পচেত্তিনো। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইউএস সকার। পচেত্তিনোর সঙ্গে তাদের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হলো যুক্তরাষ্ট্র। আরও দুটি সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। তাই তো সব ঠিকঠাক থাকলে পচেত্তিনোর অধীনেই বিশ্বকাপ খেলবে স্বাগতিকরা।
এদিকে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত পচেত্তিনো। দায়িত্ব নিয়ে পচেত্তিনো বলেন, ‘ফুটবলারদের মতোই প্রবল অনুরাগী সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্র জাতীয় দলকে কোচিং করানোর সুযোগটা ছাড়তে চাইনি। প্রতিভা ও সম্ভাবনায় পরিপূর্ণ একটি দল দেখতে পাচ্ছি আমি এবং একসঙ্গে আমরা বিশেষ কিছু গড়ে তুলতে চাই, যা নিয়ে গোটা জাতি গর্ব করতে পারে।’
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্যারিয়ারটা খুব একটা বড় করতে পারেননি পচেত্তিনো। খেলেছেন মাত্র ২০টি ম্যাচ। তবে ক্লাব ক্যারিয়ারে খেলেছেন পাঁচ শতাধিক ম্যাচ। তার সবশেষ ক্লাব ছিল এস্পানিওল। ২০০৬ সালে সেখানে ক্লাব ক্যারিয়ারের ইতি টানার পর তাদের ডাগআউটের দায়িত্ব নেন ২০০৯ সালে। এরপর সাউথ্যাম্পটন, টটেনহাম, পিএসজি এবং সবশেষ চেলসির ডাগআউটে ছিলেন ৫২ বছর বয়সী এই কোচ।