এক বিলিয়নের ক্লাবে রোনালদো
মাঠের খেলায় হোক কিংবা মাঠের বাইরে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের খাতা সচল আছে সবখানেই। সব ধরণের প্রতিযোগীতায় ক্যারিয়ারের সব ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সম্প্রতি ৯০০ গোলের কীর্তি গড়েছেন মিস্টার সি আর সেভেন। জানিয়েছেন যে এটিকে এক হাজার স্পর্শ করাতে চান। বয়সটা প্রায় চল্লিশের ঘর ছুঁইছুঁই করলেও রোনালদো যেন থামছেনই না।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারীর মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়লেন রোনালদো। বিশ্বের প্রথম অ্যাথলেট হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল খুলে এক রাতেই বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন রোনালদো। এছাড়াও প্রায় সকল সামাজিক যোগাযোগমাধ্যমেই আইডি আছে তার। যেখানে অসংখ্য ফ্যান-ফলোয়ার্স আগে রোনালদোর।
রোনালদোর সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোর মধ্যে রয়েছে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরও বেশকিছু মাধ্যম। তার ইনস্টাগ্রামে ৬৩৮ মিলিয়ন+, ফেসবুকে ১৭০ মিলিয়ন+, এক্সে ১১৩ মিলিয়ন+ ফলোয়ার এবং ইউটিউবে ৬০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। যা বিশ্বে আর কোনো তারকারই নেই।