২০৩০ পর্যন্ত রিয়ালে থাকছেন লুনিন 

২০৩০ পর্যন্ত রিয়ালে থাকছেন লুনিন 

রিয়াল মাদ্রিদের সঙ্গে আন্দ্রে লুনিনের চুক্তিটা ছিল চলমান ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত। তবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের দলের আরও লম্বা সময়ের জন্য থাকছেন এই ইউক্রেনিয়ান গোলরক্ষক। চুক্তির মেয়াদ ৬ বছর বাড়িয়ে রিয়ালে ২০৩০ পর্যন্ত থাকছেন লুনিন। 

লুনিনের চুক্তি বৃদ্ধির বিষয়টি এক বিবৃতিতে গতকাল (শুক্রবার) নিশ্চিত করেছে রিয়াল। 

রিয়ালের হয়ে সবশেষ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন লুনিন। থিবো কোর্তোয়া চোটে পড়ায় তৃতীয় পছন্দের লুনিনের ওপর ভরসা রেখেছিল লস ব্লাঙ্কোসরা। সেই ভরসার পুরো মান রেখেছিলেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। লিগের ম্যাচে দারুণ পারফর্ম ছাড়াও রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও বড় অবদান ছিল লুনিনের। 

ইউক্রেনিয়ান ক্লাব জোরইয়া লুহান্সক থেকে ২০১৮ সালে রিয়ালে পাড়ি জমান লুনিন। তবে শুরুর দুই মৌসুম খেলেছেন ধারেই। পরে ২০২১ রিয়ালে ফিরলেও গোলপোস্টে নিয়মিত হন গত মৌসুমে। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলেছেন লুনিন। এর মধ্যে ক্লিনশিট আছে ১৬ ম্যাচে।

সম্পর্কিত খবর