এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়
লা লিগায় এবারের মৌসুমটা আশানুরূপ শুরু হয়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল। বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ নিয়েও, বিশেষ করে এমবাপে দলে যোগ দেওয়ার পরও কেন রিয়ালের এমন পারফরম্যান্স, এ বিষয়ে ক্ষোভ ছিল সমর্থকদেরও। তবে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের জানান দিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। গোল দুটি করেছেন দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে।
শনিবার রাতের এই ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের চাপের মুখে ছিল রিয়াল মাদ্রিদ। একাধিক আক্রমণের সুযোগ তৈরি করলেও খুব যে সুবিধা করতে পারছিল তা নয়।
এদিন দুই দলের গোলকিপারই ছিলেন দারুণ ফর্মে। একাধিকবার দলকে বাঁচিয়েছেন তারা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র থেকেই।
বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা, সেটি কাজে লাগান ফর্মহীনতায় ভুগতে থাকা ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ভিনিসিয়ুস। এগিয়ে যায় রিয়াল।
৭৫তম মিনিটে দ্বিতীয় দফায় পেনাল্টির সুযোগ পায় রিয়াল। সফল স্পট কিক থেকে ব্যবধান বাড়ান দলের নতুন তারকা এমবাপে, এটি ছিল যা লা লিগায় তার তৃতীয় গোল। এই দুই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের পর ৫ ম্যাচ শেষে ৩ জয় ও ২ ড্রয়ের সঙ্গে রিয়ালের পয়েন্ট ১১। টেবিলের দুইয়ে আছে তারা। অপরদিকে ৪ ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।