অঘোর মন্ডলের আরোগ্য কামনায় ক্রীড়া সাংবাদিকরা

অঘোর মন্ডলের আরোগ্য কামনায় ক্রীড়া সাংবাদিকরা

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর সিনিয়র সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও এটিএন নিউজের বার্তা সম্পাদক (ডিজিটাল এন্ড নিউ মিডিয়া) অঘোর মন্ডল গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি ও হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি বিএসএমএমইউ-এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এটিএম সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান সবার কাছে অঘোর মন্ডলের শারীরিক সুস্থতার জন্য আরোগ্য কামনা করেছেন।

অঘোর মন্ডল তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। নব্বইয়ের দশকে ভোরের কাগজে ছিলেন। বর্তমানে দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে।

একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারে মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করছেন দীর্ঘদিন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন অঘোর মন্ডল।

সম্পর্কিত খবর