শেষ সময়ের গোলে ইন্টারকে হারাল মিলান
ডার্বি জয়ের স্বাদটা কেমন, তা রীতিমতো ভুলেই গিয়েছিল এসি মিলান। মাঝে ক্লাবটার সুসময় ফিরেছে, কিন্তু মিলান ডার্বিতে শেষ ছয় ম্যাচ ধরে জয় ছিল না তাদের। সে খরাটা গত রাতে মিটে গেছে দলটার। শেষ সময়ের গোলে দলটা পেয়ে গেছে ইন্টার মিলানের বিপক্ষে মহামূল্য এক ২-১ ব্যবধানের জয়।
লিগে মিলানের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। তার ওপর চ্যাম্পিয়ন্স লিগেও দলটা শুরু করেছে লিভারপুলের কাছে হেরে। যার ফলে কোচ পাওলো ফনসেকার ওপর চাপ বাড়ছিল ক্রমে। এই ডার্বি জয়ে চাপটা খানিকটা কমল বলে।
গতকাল সান সিরোয় ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মিলান। দলটাকে লিড এনে দিয়েছিল ক্রিশ্চিয়ান পুলিসিকের গোল।
তবে সে লিডটা মিলান ধরে রাখতে পারেনি। লাওতারো মার্তিনেজের বাড়ানো বলে মিলানের ঘরের ছেলে ফেদেরিকো দিমার্কোর গোলে সমতা ফেরায় ইন্টার।
এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে মিলান পায় তাদের জয়সূচক গোল। সতীর্থের ক্রস থেকে মাতেও গাবিয়ার অবিশ্বাস্য এক হেডার দলটাকে এনে দেয় ২-১ গোলের মধুর এক জয়।
এই ম্যাচে জিতলে ইন্টার মিলান চলে যেতে পারত লিগের শীর্ষে। তবে সেটা হয়নি শেষমেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রইল সিরি’আর ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে মিলান গোলব্যবধানে পিছিয়ে আছে তালিকার সাতে।