রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

ম্যানচেস্টার সিটির হয়ে ১০০তম গোলের দেখা পেয়ে গেছেন আর্লিং হালান্ড। এই গোলগুলো করতে তাকে খেলতে হয়েছে মোটে ১০৫ ম্যাচ। ১৯তম খেলোয়াড় হিসেবে সিটির হয়ে এই গোলের দেখা পেলেন তিনি।

এত কম ম্যাচে তিন অঙ্কের গোলের রেকর্ড এর আগে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোল করতে তিনি সময় নিয়েছিলেন ১০৫ ম্যাচ। তার রেকর্ডটা গত রাতে ছুঁয়েছেন হালান্ড।

এই প্রজন্মের সবচেয়ে সফল গোলস্কোরার ইতোমধ্যেই দুটো মৌসুম কাটিয়ে ফেলেছেন প্রিমিয়ার লিগে। দুই মৌসুমেই তিনি জিতেছেন গোল্ডেন বুট।
প্রথম মৌসুমে সিটির হয়ে ৫২ গোল করেছিলেন তিনি। এক মৌসুমে প্রিমিয়ার লিগের দলের হয়ে এর চেয়ে বেশি গোল ছিল না আর কারও, সিটির তো নয়ই; হালান্ডই গড়ে বসেন এই রেকর্ড। সে মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ আর চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেন হালান্ড। সে মৌসুমেই প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে সিটি।

গেল মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেন। এটাও সিটির ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। চলতি মৌসুমেও তিনি আছেন দারুণ ফর্মে। ১০ গোল করে ফেলেছেন ইতোমধ্যেই।

সব মিলিয়ে প্রিমিয়ার লিগে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৩টি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল ১৮টি। এফএ কাপে তিনি করেছেন ৮ গোল, কারাবাও কাপে আছে তার ১ গোল।

সম্পর্কিত খবর