মেসির পেনাল্টি ঠেকানো গোলরক্ষককে নিচ্ছে বার্সেলোনা
বার্সেলোনা অধিনায়ক ও নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোট নিয়ে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন। স্কোয়াডে আরও ২ গোলরক্ষক থাকলেও দীর্ঘ মৌসুম বিবেচনায় দলটির আরও একজন গোলরক্ষক প্রয়োজন পড়েছে।
সে গোলরক্ষকের অভাবটা বিখ্যাত একজনকে দিয়ে মেটাচ্ছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভান্ডভস্কির পোলিশ সতীর্থ ভয়চেখ স্টেঞ্জনিকে দলে ভিড়িয়ে নিচ্ছে লা লিগার শীর্ষে থাকা এই দল।
পুরো ক্যারিয়ারে তিনি আর্সেনাল, রোমা, জুভেন্তাসের মতো দলে খেলেছেন। তবে স্টেঞ্জনি বিখ্যাত হয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার দিয়ে। আরেকটু স্পষ্ট করে বললে ২০২২ বিশ্বকাপ দিয়ে।
সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল তার দল পোল্যান্ডের। সেদিন প্রথমার্ধে একটা পেনাল্টি পেয়েছিল আলবিসেলেস্তেরা। মেসির নেওয়া দারুণ পেনাল্টিটা ঠেকিয়ে দিয়েছিলেন স্টেঞ্জনি।
এমন কিছুর আভাস তিনি দিয়েছিলেন ম্যাচের আগেই। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই স্টেঞ্জনি জানিয়েছিলেন, তার তৎকালীন গোলরক্ষণ কোচের সাহায্য নিয়ে পেনাল্টি ঠেকানোর কৌশল রপ্ত করেছেন তিনি। সেটা ম্যাচে কাজে লাগিয়েও দেখিয়েছিলেন তিনি।
সেই তাকে এবার দেখা যাবে বার্সেলোনার গোলবারের নিচে। বিষয়টি জানিয়েছেন ইউরোপীয় ফুটবল দলবদলের খবরের নির্ভরযোগ্য নাম ফ্যাব্রিজিও রোমানো। পোলিশ এই গোলরক্ষক গেল মৌসুমের শেষে অবসর নিয়েছিলেন। সে কারণে তাকে ফ্রি এজেন্ট হিসেবে পাচ্ছে বার্সেলোনা। এক বছরের জন্য দুই পক্ষের চুক্তি হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি দ্রুতই বার্সেলোনায় পা রাখবেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যম ট্রিবিউনার খবর, তাকে ৩০ লাখ ইউরোয় দলে ভিড়িয়েছে বার্সা। চুক্তি শেষে তার জন্য থাকছে লয়ালটি বোনাসও।