নেইমারকে নিয়ে ধৈর্য্য ধরতে বললেন ব্রাজিল কোচ

নেইমারকে নিয়ে ধৈর্য্য ধরতে বললেন ব্রাজিল কোচ

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আসছে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোর জন্য দল ঘোষণা করেছেন। তবে তাতে নেইমারের দেখা নেই। তিনি কবে ফিরবেন, তাও কেউ জানে না। এমন পরিস্থিতিতে এসে ব্রাজিল কোচ দরিভাল নেইমারকে নিয়ে সবাইকে ধৈর্য্যই ধরতে বললেন।

গেল বছর অক্টোবরে হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর থেকেই তিনি আছেন মাঠের বাইরে।

মেনিস্কাস ও অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের চোট থেকে সেরে উঠেছেন তিনি, ফিরেছেন অনুশীলনেও। তবে তিনি এখনও মাঠে ফেরার মতো ফিট নন, জানিয়েছেন আল হিলাল কোচ হোর্হে হেসুস।

এবার চিলি আর পেরুর বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াডেও দেখা গেল না তার নাম। এই প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘আমরা জানি সে কেমন গুরুত্বপূর্ণ। আমরা তার জন্য অপেক্ষা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য্য ধরতে হবে। অক্টোবরে যদি না ফেরে, সমস্যা নেই, হয়তো নভেম্ভর বা ফেব্রুয়ারিতে ফিরে আসবে! তবে তাকে পুরোপুরি ফিট আর আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসতে হবে।’

সম্পর্কিত খবর