২০ মিনিটে ৪ গোল করে পালমারের ইতিহাস
চেলসিতে তিনি আছেন এক মৌসুমের বেশি সময় ধরে। গেল মৌসুমে তার দারুণ পারফর্ম্যান্সের কারণে চেলসিকে ‘পালমার এফসি’ও ডাকা শুরু করেছিলেন ভক্তরা। চলতি মৌসুমেও সে ফর্মটা ধরে রেখেছেন তিনি। শুধু ধরেই রাখেননি, গড়ে চলেছেন ইতিহাসও। গতকাল যেমন গড়লেন একটা।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গতকাল তিনি ২০ মিনিটেই করে ফেলেন ৪ গোল। তাতেই ইতিহাস গড়া হয়ে যায় তার। আর স্ট্যামফোর্ড ব্রিজে তার দল চেলসি ম্যাচটা জেতে ৪-২ গোলে।
নিজেদের মাঠে চেলসি ৭ মিনিটেই গোল হজম করে বসে। এরপর ২১ মিনিটে নিকলাস জ্যাকসনের পাস থেকে দলকে সমতায় ফেরান পালমার। ২৮ মিনিটে পেনাল্টি পায় চেলসি, গোল করেন পালমার। এর ৩ মিনিট পর ২৫ গজ দূর থেকে করা ফ্রি কিকে গোলের দেখা পেয়ে যান তিনি।
ব্রাইটন অবশ্য জবাব দেয় এর তিন মিনিট পরই। তবে সফরকারী দলটার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পালমার। ৪১ মিনিটে দারুণ এক গোলে ৪-২ স্কোরলাইন করেন তিনি।
এই গোলটাই ইতিহাসের পাতায় তুলে দেয় পালমারকে। প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে প্রথমার্ধ শেষের আগেই চার গোল করা একমাত্র খেলোয়াড় হয়ে যান তিনি।
ঘটনাবহুল প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি একটিও। চেলসি তাই মাঠ ছাড়ে দারুণ এক জয় নিয়ে।