মায়ামি শিবির নিয়ে মেসির ‘অভিষেক’, বড় পরিকল্পনা লিগের

মায়ামি শিবির নিয়ে মেসির ‘অভিষেক’, বড় পরিকল্পনা লিগের

এমএলএসের সাপোর্টার্স শিল্ড প্রথম বারের মতো জিতেছে ইন্টার মায়ামি। তাতে বড় অবদানই রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার হাত ধরে এমএলএসের প্লে অফেও চলে গেছে মায়ামি। প্লে অফে মেসির ‘অভিষেক’ নিয়ে বড় পরিকল্পনাই করছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ।

সাপোর্টার্স শিল্ড জেতায় মায়ামি নিজেদের প্লে অফের প্রথম ম্যাচটা নিজেদের মাঠেই খেলবে। তবে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেটা এখনও জানা যায়নি।

মেজর লিগ সকারে মেসির অভিষেক হয়েছে গেল মৌসুমে। তবে এমএলএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এমএলএস প্লে অফে প্রথম বারের মতো মেসি নামছেন এবার। এ বিষয়টা জনমনে আগ্রহ তৈরি করেছে বেশ।

এমএলএস কর্তৃপক্ষও বিষয়টা কাজে লাগাতে চাচ্ছে। অ্যাপল টিভি এই ম্যাচটা বিনামূল্যে সম্প্রচার করবে বলে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, ২৫০০০ স্কয়ার ফুট ভিডিও স্ক্রিনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তা দেখানো হবে বলে জানানো হয়েছে। পুরো মেজর লিগ সকার সূচির এই একটা ম্যাচের বেলাতেই এমন আয়োজন করা হয়েছে।

মায়ামি আগামী ২৫ অক্টোবর এমএলএস প্লে অফের প্রথম ম্যাচটা খেলবে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইস্টার্ন কনফারেন্সের ওয়াইল্ড কার্ড ম্যাচের জয়ী দল। এমএলএস কাপ প্লে অফের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে আগামী ১৯ অক্টোবর। সেদিনই এমএলএসের প্রাথমিক লড়াই শেষ হবে।

সম্পর্কিত খবর