শাস্তি কমল পগবার, শিগগিরই ফিরছেন ফুটবলে
ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন ৪ বছরের জন্য। তার ক্যারিয়ারও তখন শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল, কারণ নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে তার বয়স হয়ে যেত ৩৫, যা গড়পড়তা ফুটবলারের অবসর নেওয়ার বয়স।
তবে তার অনেক আগেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার। ৪ বছরের নিষেধাজ্ঞা নেমে আসছে ১৮ মাসে। আগামী বছর ১১ মার্চ তিনি আবারও পেশাদার ফুটবলে ফিরতে পারবেন।
সম্প্রতি কোর্ট ফর আরবিট্রেশন ফর স্পোর্টস এই বিষয়টি জানিয়েছে। সিএএসের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমি সিদ্ধান্তটা নিশ্চিত করে বলতে পারি– ১৮ মাসের নিষেধাজ্ঞা আছে তার ওপর, যা ১১ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের পেছনের কারণ পরবর্তীতে জানানো হবে।’
পগবা জুভেন্তাসের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন এখন। এই চুক্তির মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত। তিনি গতকাল এই সিদ্ধান্ত শোনার পর এক বিবৃতিতে জানান, ‘অবশেষে দুঃস্বপ্নটা শেষ হচ্ছে। আমি এখন আবারও আমার স্বপ্নের পেছন পেছন ছুটতে পারব।’