বাংলাদেশের বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়ার ২৩ জনের দল

বাংলাদেশের বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়ার ২৩ জনের দল

প্রাথমিক পর্বে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে চলে এসেছে বাংলাদেশ। যার ফলে নিশ্চিত হয়ে গেছে ছয়টি ম্যাচ। তার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল। সে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সকারুজরা।

এশিয়ান অঞ্চল থেকে বাছাইপর্ব খেলা সকারুজরা গেল বিশ্বকাপে খেলেছিল শেষ ষোলতে। লিওনেল মেসির গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল দলটি। সে দল থেকে ১০ জন আছেন ২৩ সদস্যের এই স্কোয়াডে।

স্বস্তির জয়ে মিলল অস্ট্রেলিয়ার টিকিট

বাংলাদেশ কখনো বিশ্বকাপেই খেলতে পারেনি। ওদিকে অজিরা খেলেছে শেষ বিশ্বকাপের নকআউটে। শক্তিসামর্থ্যে যে দলটা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, তা আর বলতে। ফিফা র‍্যাঙ্কিংয়ে দলটা আছে ২৭ নম্বরে। এদিকে বাংলাদেশের অবস্থান ১৮৩তম। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে তাই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড:

গোলরক্ষক: জোয়ি গাউচি, অ্যাশলি মায়নার্ড-ব্রিওয়ার, ম্যাট রায়ান (অধিনায়ক);

ডিফেন্ডার: আজিজ বাহিশ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কাই রাউলেস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেইন;

মিডফিল্ডার: কিয়ানু বাক্কাস, জ্যাকসন আরভাইন, মাসিমো লুওনগো, কনর ম্যাটক্লিফ, আইডেন ও'নিল;

ফরোয়ার্ড: ব্র্যান্ডন বোরেল্লো, মারটিন বোয়েল, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।

কোচ: গ্রাহাম আর্নল্ড

সম্পর্কিত খবর