এক নজরে ব্যালন ডি’অর ২০২৪
বিতর্কের জন্ম দিয়ে শেষ হলো ব্যালন ডি' অর ২০২৪। সোমবার দিবাগত রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই সেরার পুরস্কার।
প্যারিসের থিয়েটার দু শাটলেটে সবচেয়ে বড় পুরস্কার নিজের করে নেন ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ মিডফিল্ডার। যদিও বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল এই পুরস্কার পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সোমবার সন্ধ্যা থেকেই তার সেই সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে!
চলুন দেখে ২০২৪ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন-
এক নজরে সব পুরস্কার-
ছেলেদের ব্যালন ডি’অর
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
মেয়েদের ব্যালন ডি’অর
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ)
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)
জার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপে(ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)
লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
জেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)
ছেলেদের বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ
মেয়েদের বর্ষসেরা ক্লাব
বার্সেলোনা