মন্থর শুরুর পর দারুণ পাওয়ার প্লে বাংলাদেশের
ধীরে শুরু করে পাওয়ার প্লের শেষ অংশে এসে হাত খোলা, এবারের বিশ্বকাপে এ যেন সব দলে ব্যাটিংয়েরই টেমপ্লেট। বাংলাদেশ স্রেফ ভারত ম্যাচে এ টেমপ্লেট মেনে এগোতে পেরেছিল কেবল। এরপর আজ অস্ট্রেলিয়া ম্যাচে এসে মানল। শুরুটা ধীরগতির ছিল দুই ওপেনার তানজিদ তামিম আর লিটন দাসের। তবে শেষ দিকে এসে পুষিয়ে নিয়েছেন দুই ব্যাটারই। আর তাতেই পাওয়ার প্লেটা বাংলাদেশ শেষ করল দারুণভাবে। কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে।
শুরুর ওভারে জশ হেইজেলউড দিয়েছিলেন মেইডেন। এরপর পাঁচ ওভার শেষে ২০ রান তুলেছিল বাংলাদেশ, তবে তার ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে। দুই ওপেনার তানজিদ আর লিটন করেছিলেন যথাক্রমে ৫ আর ৮।
আরও পড়ুন>> শেষ আটে নিজেদের থিতু করার লড়াইয়ে বাংলাদেশ
আরও পড়ুন>> ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই সাকিবের জায়গায় নাসুম ও মাহেদী
তবে এরপরই পরিস্থিতিটা বদলাতে থাকে একটু একটু করে। প্রায় প্রতি ওভারেই একটা করে বাউন্ডারি এসেছে দুই ওপেনারের ব্যাট থেকে।
পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ান বোলাররাও ছিলেন বেশ সাদামাটা। এবারের বিশ্বকাপে অজিরা বেশ ভুগেছে পাওয়ার প্লের বোলিং নিয়ে। এ নিয়ে চতুর্থবারের মতো পাওয়ার প্লেতে উইকেট শূন্য থাকল দলটা। আর বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয় বারের মতো পাওয়ারপ্লে শেষ করল উইকেট খোয়ানো ছাড়া।