সাবিনাদের বরণ করে নিতে ছাদখোলা বাস প্রস্তুত
২০২২ সাফ জয়ের পর ছাদখোলা বাসে করে বাংলাদেশ নারী ফুটবল দলকে বরণ করে নিয়েছিল বাফুফে। এবার আবারও সাফ জিতেছেন সাবিনা খাতুনরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ছাদখোলা বাসেই তাদের বরণ করে নেওয়া হবে তাদের। সেজন্য বাসও প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যেই।
আগের আসরে সাফ জয়ের পর শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সরকারের উদ্যোগে দোতলা বাসের একটির ছাদ কেটে প্রস্তুত করা হয়েছিল নারী দলের জন্য।
এবার অবশ্য আগেভাগেই প্রস্তুত ছিল ফেডারেশন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিসি) সঙ্গে যোগাযোগ করে রাখা হয়েছিল।
পর্যটকদের জন্য ছাদ খোলা বাস প্রস্তুত রেখেছিল বিআরটিসি। তার একটিকে সাজানো হয়েছে বাংলাদেশ নারী দলকে বরণ করে নিতে।
গত রাত থেকে বিআরটিসির কমলাপুর ডিপোয় ব্র্যান্ডিংয়ের কাজ চলেছে। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সে প্রস্তুতির কাজ। কিছুক্ষণের মধ্যেই তা রওয়ানা দেবে বিমানবন্দরের উদ্দেশে।
আজ বেলা সোয়া দুইটায় নেপাল থেকে শিরোপা নিয়ে ফেরার কথা বাংলাদেশ দলের। সেখান থেকে তাদের নিয়ে ঢাকার রাজপথ হয়ে তা আসবে মতিঝিলের বাফুফে ভবনে। সেখানে তাদের অভ্যর্থনা জানাবেন অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।