স্পেনে ভয়াবহ বন্যা, রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত

স্পেনে ভয়াবহ বন্যা, রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত

ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন, যার ফলে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানি হয়েছে। এমন কিছু স্পেনকে নাড়িয়ে দিয়েছে রীতিমতো। এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ। সেখানেই রিয়াল মাদ্রিদ আগামীকাল মুখোমুখি হওয়ার কথা ভ্যালেন্সিয়ার। বন্যার কারণে ম্যাচ স্থগিত করে ভ্যালেন্সিয়ার হোম ভেন্যু মেস্তায়াকে এখন বন্যার্তদের সাহায্যের জন্য ব্যবহার করা হচ্ছে। একই কারণে ভিয়ারিয়াল-রায়ো ভায়েকানো ম্যাচও স্থগিত করা হয়েছে।

এমন বন্যার ফলে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ শোক বার্তা জানিয়েছে। বলেছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবার ও নিখোঁজদের প্রতি সহমর্মিতা ও শোক জানাচ্ছে স্পেনের পেশাদার ফুটবল।’ এদিকে বন্যার্তদের সাহায্যে রেড ক্রসের মাধ্যমে এক মিলিয়ন ইউরো দেবে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে বিষয়টি জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

চলতি সপ্তাহে ভ্যালেন্সিয়ায় একাধিক কাপ ম্যাচ হওয়ার কথা ছিল। সেখানে অনুষ্ঠেয় ৭ ম্যাচের সূচি স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোপা দেল রের ম্যাচগুলো আগামী সপ্তাহে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত খবর