ম্যারাডোনার জন্য স্মৃতিসৌধ গড়ার পরিকল্পনা
দিয়েগো ম্যারাডোনার নামে একটি ফাউন্ডেশন গড়ার পরিকল্পনা সম্প্রতি জানিয়ে দিয়েছেন তার সন্তানেরা। এর মধ্যে আর্জেন্টাইন এই কিংবদন্তির জন্য বুয়েনোস আইরেসের কেন্দ্রস্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও আছে।
এই সৌধের নাম হবে ‘এম১০ মেমোরিয়াল’। এটা ২০২৫ সালে পর্যটন এলাকা পুয়ের্তো মাদেরোতে উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। এই সৌধ প্রতি বছর দশ লাখ দর্শনার্থীকে স্বাগত জানাতে সক্ষম হবে বলে এর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইউটিউবে এক সম্প্রচারে কথা বলেন তার মেয়ে দালমা ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের বাবা মানুষের ভালোবাসার কাছাকাছি থাকুক এবং যারা তাকে ফুল দিতে চান তাদের ইচ্ছা পূর্ণ হোক।’
১,০০০ বর্গমিটার এই স্থাপনায় আর্জেন্টাইনদের জন্য প্রবেশ বিনামূল্যে রাখা হবে। তবে যারা ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান দেবেন, তারা স্মৃতিস্তম্ভে ‘ঐতিহ্যের প্রাচীরে’ তাদের ছবি রাখতে পারবেন।
দালমা আরও জানান, এই ফাউন্ডেশন তার সভাপতিত্বে গঠিত হয়েছে। এখানে ম্যারাডোনার আরও চার সন্তানও আছে। তিনি জানান, ‘ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার ঐতিহ্য সংরক্ষণের’ উদ্দেশ্যে এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে আদালত ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে একটি সমাধিস্থলে স্থানান্তরের অনুমতি দিয়েছে, যাতে স্থানীয় এবং পর্যটকরা "আর্জেন্টিনার মহান আদর্শকে" দেখতে পারেন। ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে।