ভিএআরকে ‘ম্যাচসেরা’ বললেন মরিনিও
তুর্কি সুপার লিগে কোচ জোসে মরিনিওর দল ফেনারবাচে ট্রাবজোনস্পোরের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে। তবে এই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত ভিএআরের কারণে গেছে তাদের বিপক্ষে। যার ফলে মরিনিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে ‘মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলে আখ্যা দিয়েছেন।
রবিবারের ম্যাচে ভিএআর এর হস্তক্ষেপের পরে দ্বিতীয়ার্ধে ট্রাবজোনস্পোর দুটি পেনাল্টি পায়। স্কোর যখন ২-২ ছিল, তার দলের ব্রাইট ওসায়ি-সামুয়েলের উপর একটি চ্যালেঞ্জ করার পরও ট্রাবজোন্সপোর কোন শাস্তি পায়নি। তাতে তখন মরিনিও ক্ষুব্ধ হন।
পর্তুগিজ কোচ এরপর সংবাদ সম্মেলনে জানান, ভিএআরে থাকা আতিলা কারাওগ্লান, সম্ভবত ঘটনাটি কফি পান করছিলেন বলে মিস করেছেন। শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন তোলে তার দল। তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপরও অবশ্য দলটা জয় পেয়েছে শেষ মুহূর্তে সোফিয়ান আমরাবাতের গোলে।
ম্যাচ শেষে মরিনিও বলেন, ‘মাঠে উপস্থিত ছোট ছেলেটি শুধু রেফারি ছিল। ম্যাচের আসল রেফারি ছিলেন আতিলা কারাওগ্লান, তাই তিনিই ম্যাচসেরা। তিনি অদৃশ্য ব্যক্তি থেকে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন।’
মরিনিও বলেন যে কারাওগ্লানকে আর কখনো ফেনারবাচের ম্যাচ পরিচালনায় রাখা উচিত নয়। তিনি বলেন, ‘ব্রাইটের উপর ফাউলের জন্য লাল কার্ড নয় কেন? তখন কারাওগ্লান কী করছিল? কফি খাচ্ছিল? যে সেই লাল কার্ডটি দেখতে পেল না?’
তিনি আরও যোগ করেন, ‘তিনি দুটি পেনাল্টির সিদ্ধান্ত দিতে সতর্ক ছিলেন (ট্রাবজোনস্পোরের পক্ষে) যখন রেফারি এগুলো দেননি, কিন্তু আমাদের জন্য স্পষ্ট পেনাল্টির সময় তিনি তুর্কি চা পান করছিলেন এবং দেননি। আমি মনে করি আমি প্রতিটি ফেনারবাচের সমর্থকের পক্ষ থেকে কথা বলছি, আমরা তাকে আর দেখতে চাই না।’