ফুটবল নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না রিয়াল মাদ্রিদ কোচের
স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যা পরিস্থিতি শোচনীয়। যে কারণে রিয়াল মাদ্রিদের সবশেষ লা লিগা ম্যাচটাও স্থগিত করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঠিকই মাঠে নামতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির দলকে।
স্পেনের এই বন্যায় ২১৭ জনের প্রাণহানি হয়েছে। আরও অনেক নাগরিক নিখোঁজ রয়েছেন। সম্পদের ক্ষয়ক্ষতি তো আছেই! ঠিক এমন পরিস্থিতিতে ফুটবল নিয়ে কথাও বলতে ইচ্ছে করছে না রিয়াল মাদ্রিদ কোচের।
তিনি বলেন, ‘আমি আশা করব পরিস্থিতিটা দ্রুতই ঠিক হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ফুটবল নিয়ে কথা বলাটা বেশ কঠিন ঠেকছে আমার কাছে। আমরা এই দেশটার অংশ। এটা আমাদের ওপরও প্রভাব ফেলছে। আমার ফুটবল নিয়ে কথা বলতেই ইচ্ছে করছে না।’
আজ রাতে রিয়াল মাদ্রিদ আনচেলত্তির সাবেক দল মিলানের মুখোমুখি হবে। তাদের সঙ্গে দুবার এই শিরোপা জিতেছেন ইতালিয়ান এই কোচ। এ ম্যাচটা তার জন্য বিশেষ কিছু। তবে এটাও তার ফুটবলের প্রতি বিবমিষা কমাতে পারছে না। তিনি বলেন, ‘কাল আমার জন্যে একটা বিশেষ ম্যাচ অপেক্ষা করছে। তবে ফুটবল নিয়ে যত কম পারা যায় কথা বলতে চাই।’