গার্দিওলাই বিশ্বসেরা, বললেন হবু ইউনাইটেড কোচ

গার্দিওলাই বিশ্বসেরা, বললেন হবু ইউনাইটেড কোচ

ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্কটা আর যাই হোক ‘মধুর’ নয়। সেই ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকেই বিশ্বসেরা কোচ বলে আখ্যা দিলেন ইউনাইটেডের হবু কোচ রুবেন আমোরিম।

পর্তুগিজ এই কোচ ইংল্যান্ড যাত্রার ঠিক আগেই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছেন। তার বর্তমান দল স্পোর্টিং লিসবন চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে গার্দিওলার সিটির। আজ রাত ২টায় ইংলিশ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। গার্দিওলার প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ এটাই। আমোরিম বলেন, ‘সিটি বিশ্বসেরা দল, তাদের দলে বিশ্বসেরা কোচও আছে।’

গার্দিওলার সিটির মুখোমুখি দুই বছর আগেও হয়েছেন আমোরিম। সেবার তার দল শেষ ষোলতে হেরেছিল ৫-০ ব্যবধানে। তার দুই বছর পর নিজের উন্নতি হলেও দুই কোচের মধ্যকার পার্থক্যটা রয়েই গেছে, বিশ্বাস আমোরিমের।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমি এখন তুলনামূলক ভালো কোচ। তবে গার্দিওলাও এখন আরও ভালো কোচ, আর তাই পার্থক্যটা রয়েই গেছে।’ তবে গার্দিওলা যে তারও অনুপ্রেরণা, তাও স্বীকার করে নিলেন হবু ইউনাইটেড কোচ। বললেন, ‘গার্দিওলা আমার মতো আরও অনেক কোচের জন্য অনুপ্রেরণা, সঙ্গে আরও অনেকে আছেন অবশ্য।’

সিটির বিপক্ষে ম্যাচের পর আগামী রোববার ব্রাগার মুখোমুখি হবে স্পোর্টিং লিসবন। সে দলটার কোচ হিসেবে সেটাই হবে আমোরিমের শেষ ম্যাচ। এরপরই তিনি পাড়ি জমাবেন গার্দিওলার প্রতিপক্ষ ডেরায়, ম্যানচেস্টার ইউনাইটেডে।

সম্পর্কিত খবর