আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ, বাদ পড়লেন দিবালা
গেল অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার জার্সি গায়ে চড়াতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি অবশেষে ফিরেছেন জাতীয় দলে। এদিকে দল থেকে বাদ পড়েছেন পাউলো দিবালা।
চিলির বিপক্ষে ম্যাচে মার্তিনেজ কোপা আমেরিকার ট্রফি নিয়ে ‘অশালীন’ ভঙ্গি করেছিলেন। এরপর কলম্বিয়ার কাছে হারের পর তিনি স্থানীয় এক টিভি ক্যামেরায় আঘাত করেছিলেন। যার ফলে ফিফা তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। যার ফলে গেল মাসে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচে খেলতে পারেননি মার্তিনেজ। সে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন তিনি।
এদিকে এই দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারানাচেয়া। অ্যাস্টন ভিলা থেকে ভ্যালেন্সিয়ায় ধারে খেলছেন তিনি, ৭ ম্যাচে করেছেন ১ গোল। তরুণ আলেহান্দ্রো গারনাচো, নিকো পাজ, ফাকুন্দো বুনানোত্তেদের মতো তরুণরাও ডাক পেয়েছেন এই স্কোয়াডে।
লিওনেল মেসি আছেন, স্বাভাবিকভাবেই। মেসির দল আগামী ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলবে। এর পাঁচ দিন পর পেরুর বিপক্ষে খেলবে ঘরের মাঠে। ২২ পয়েন্ট নিয়ে এখন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯।
স্কোয়াড–
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, হেরোনিমো রুইয়ি
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, নিকলাস ওতামেন্দি, নাহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্তিনেজ, নিকলাস তালিয়াফিকো
মিডফিল্ডার: এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এসকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো বারানাচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোত্তে, নিকো পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকো গনজালেস, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেইয়ানোস