অসুস্থ সহযাত্রীকে রক্ষা করে প্রশংসা কুড়ালেন ফের্নান্দেজ

অসুস্থ সহযাত্রীকে রক্ষা করে প্রশংসা কুড়ালেন ফের্নান্দেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সপ্তাহান্তটা দারুণ কেটেছে ব্রুনো ফের্নান্দেজের। গোল করেছেন, জোড়া গোল করিয়েছেন, তাতে ইউনাইটেড জিতেছে ৩-০ গোলে। 

সে ম্যাচ শেষে লিসবনের বিমানে চেপে বসেছিলেন তিনি। সেখানেও তিনি বনে গেলেন নায়ক, তবে এবার ভিন্ন কারণে। অসুস্থ হয়ে পড়া সহযাত্রীকে রক্ষা করে। 

আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো চলে এসেছে ফুটবল ক্যালেন্ডারে। পর্তুগাল উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আগামী এক সপ্তাহে। সে ম্যাচ খেলতেই পর্তুগালে যাচ্ছিলেন ব্রুনো। 

সে যাত্রাতেই ঘটে ঘটনাটা। ব্রুনো তখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন বিমানের পেছনে থাকা টয়লেটের দিকে। পথিমধ্যেই তিনি দেখতে পান একজন সহযাত্রী অজ্ঞান হয়ে পড়ছেন রীতিমতো। তখনই তিনি তার সাহায্যার্থে এগিয়ে গেলেন।

বর্ণনাটা দিয়েছেন সে ফ্লাইটে ব্রুনোর সহযাত্রী সুজানা লসন। তিনি বিজনেস ক্লাউডকে বলেন, ‘ব্রুনো এক ভদ্রলোককে ধরে রেখেছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে পড়ছেন। আমি জানি না তিনি জ্ঞান হারিয়েছেন কি না।’ 

‘পেছনের দিকে একটা বাড়তি আসন ছিল। যেখানে ব্রুনো সে ভদ্রলোককে বসতে সাহায্য করেছেন। এরপরও ব্রুনো ওখানে দাঁড়িয়ে ছিলেন, সে ভদ্রলোক ঠিক আছেন এটা নিশ্চিত করতে চাচ্ছিলেন।’

ব্রুনোর এমন ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। 

তাকে মাঠের দায়িত্বে দেখা যাবে আবার আগামী শুক্রবার, সে দিন পোল্যান্ডকে আতিথ্য দেবে পর্তুগাল। এরপর ১৮ নভেম্বর ক্রোয়েশিয়ার মাঠে খেলবেন ব্রুনোরা।

সম্পর্কিত খবর