‘মোমেন্টাম’ পেতে কী করতে হবে ব্রাজিলকে, জানেন কোচ

‘মোমেন্টাম’ পেতে কী করতে হবে ব্রাজিলকে, জানেন কোচ

একের পর এক চোট এলোমেলো করে দিয়ে যাচ্ছে ব্রাজিলকে। সেসব সামলে মাঠে দল নামানোর চ্যালেঞ্জ এখন কোচ দরিভাল জুনিয়রের সামনে। সেসবের সঙ্গে পারফর্ম্যান্সের ভাবনাটাকে কোনোভাবেই একপাশে রাখতে পারছে না সেলসাওরা। কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের প্রায় অর্ধেক শেষ হওয়ার পরে ব্রাজিল আছে চার নম্বরে।

শেষ দুই ম্যাচে অবশ্য জয় নিয়ে পরিস্থিতিটা সামলেছে দলটা। দরিভাল জানালেন, সেটা ধরে রাখার চ্যালেঞ্জ এখন দলের সামনে।

তিনি বলেন, ‘আমরা শেষ দুই ম্যাচে যা করেছি, তার যদি পুনরাবৃত্তি করতে পারি তাহলে আমাদের মোমেন্টাম চলে আসবে। এখনও তো কিছুই শেষ হয়নি। আমরা উন্নতির রেখা দেখতে পাচ্ছি। যদিও আমরা এর চেয়ে আরও অনেক ভালো কিছুই আশা করি।’

আগামীকাল সকালে ভেনেজুয়েলার বিপক্ষে খেলে ব্রাজিল ফিরবে ঘরের মাঠে। পাঁচ দিন পর উরুগুয়েকে আতিথ্য দেবে সেলেসাওরা।

সম্পর্কিত খবর