ডেভিস কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

ডেভিস কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

বাহরাইনের কাছে হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ দল। ২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫ টেনিসে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ দল ২-১ ম্যাচে হারিয়েছে ইয়েমেনকে।

বাহরাইনে বৃহস্পতিবার প্রথম এককে বাংলাদেশের মোহাম্মদ রুস্তম আলী ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে হারনি এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ৩-৬, ৩-৬ গেমে ইয়েমেনের আল আনসি হাসানের কাছে হেরে যান।

দ্বৈতের খেলায় বাংলাদেশের হানিফ মুন্না ও জারিফ আবরার জুটি ৭-৫, ৬-৪ গেমে ইয়েমেনের আল আনসি হাসান ও ইসাক আল হাসানকে হারান। তার পথ ধরে বাংলাদেশ দল ২-১ ম্যাচে ইয়েমেনকে হারিয়ে জয়ের ছন্দে ফিরল বাংলাদেশ দল।

আগামীকাল শুক্রবার ডেভিস কাপে বাংলাদেশ দল মুখোমুখি হবে তাজিকিস্তানের।

সম্পর্কিত খবর