মোহামেডানকে হারিয়ে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ বসুন্ধরার

মোহামেডানকে হারিয়ে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ বসুন্ধরার

গত ফেডারেশন কাপের ফাইনালেরই যেন দৃশ্যপট। এবারও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঘুরে দাঁড়াল বসুন্ধরা কিংস। আর জিতে নিয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপাই জিতল বসুন্ধরা। খেলার ৬২তম মিনিটে দর্শক সারি থেকে স্মোক ফ্লেয়ার ছোড়া হয়। ধোঁয়া আচ্ছন্ন মাঠে খেলা বন্ধ ছিল ৮ মিনিট।

আজ শুক্রবার রাজধানীর কিংস অ্যারেনায় মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর সমতা ফেরান তপু বর্মন। তারপর ফয়সাল আহমেদ ফাহিম ও মিগেল ফিগেইরা দামাশেনোর গোলে অনায়াস জয় তুলে নেয় কিংস।

আজ ফাইনালের শুরুতেই স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খেলা শুরুর পর ৭ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ইমানুয়েল সানডের ক্রসে লাফিয়ে দিয়াবাতে হেডে উল্লাস মোহামেডান শিবিরে (১-০)। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় কিংস। গোলদাতা তপু। ৮১তম মিনিটে এগিয়ে যায় তারা। ফাহিম অসাধারণ ভলিতে খুঁজে নেন নিশানা।

এরপর ইনজুরি দামাশেনো আরও এগিয়ে দেন কিংসকে। এটি তাদের ১২তম শিরোপা। ৫টি লিগ, ৩টি করে ফেডারেশন কাপ ও স্বাধীনতার কাপ আর এবার বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ।

সম্পর্কিত খবর