জকোভিচের কোচ হলেন অ্যান্ডি মারে
২৫ বছর দুজন ছিলেন কোর্টের দুই দিকে। সেই অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচ এবার চলে আসছেন একই পাশে। ইংলিশ তারকা মারেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন টেনিসের শীর্ষ তারকা নোভাক জকোভিচ।
আগামী বছর থেকে দুজনের এই জুটি দেখা যাবে। বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনে দুই তারকা জুটি বাঁধবেন। খবরটা জানিয়েছেন অ্যান্ডি মারে নিজেই।
গেল আগস্টে টেনিসকে বিদায় বলেন মারে। তার বছর না পেরোতেই তিনি অবতীর্ণ হচ্ছেন কোচের ভূমিকায়।
আগামী বছর ১২ জানুয়ারি থেকে শুরু এই গ্র্যান্ড স্ল্যাম। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তার আগে প্রস্তুতি শিবিরে দু’জন জুটি বাঁধবেন।
তার প্রসঙ্গে জকোভিচ বলেছেন, ‘ও কখনো অবসর নিতে চাইত না। টেনিস ছাড়া কিছু বোঝে না সে। আমরা ২৫ বছর ধরে একে অপরের প্রতিপক্ষ। ক্যারিয়ারে বেশ কিছু স্মরণীয় ম্যাচ আমরা উপহার দিয়েছি। আমাদের ক্যারিয়ারে একটা শেষ অধ্যায় এখনও বাকি। এ বার সময় হয়েছে আমার প্রতিদ্বন্দ্বীর জায়গা বদলের। ও এখন আমার দিকে।’
২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ। চলতি বছর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলেও প্যারিস অলিম্পিকে অধরা সোনা জেতেন তিনি।
গত বছর দীর্ঘ দিনের কোচ গোরান ইভানিসেভিচকে নিজের দল থেকে সরিয়ে দেন জোকোভিচ। আগামী মৌসুমের শুরু থেকেই ছন্দে থাকতে চাইছেন তিনি। সেই কারণে এ বার মারের সঙ্গে জুটি বাধতে চলেছেন জোকোভিচ।