ম্যানচেস্টার সিটি ‘ভেঙে পড়েছে’, স্বীকারোক্তি গার্দিওলার

ম্যানচেস্টার সিটি ‘ভেঙে পড়েছে’, স্বীকারোক্তি গার্দিওলার

টানা ছয় ম্যাচে জয় নেই। সবশেষ ম্যাচে ফেইনুর্দের বিপক্ষে ৩ গোলে এগিয়ে গিয়েও ড্র। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থাটা ভালো যাচ্ছে না।

ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা স্বীকার করেছেন যে তার দল একটা ‘ভঙ্গুর’ অবস্থায় আছে। সঙ্গে এটাও মেনে নিলেন যে, লিভারপুলের বিপক্ষে রবিবারের গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগ ম্যাচের আগে খেলোয়াড়দের উজ্জীবিত করা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেইনুর্দের বিপক্ষে ৩-৩ ড্র করে সিটি। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়ে থাকার পরও শেষ ১৪ মিনিটে তিনটি গোল হজম করে বসে। ফেয়েনুর্ডের আনিস হাজ মুসা, সান্তিয়াগো গিমেনেজ এবং ডেভিড হাঙ্কো ম্যাচের বাকি সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে স্কোর সমান করে।

গার্দিওলা বলেন, ‘এটি আমাদের জন্য কঠিন মৌসুম এবং আমরা তা মেনে নিতে হবে। আমরা সম্প্রতি অনেক ম্যাচ হেরেছি। আমরা ভঙ্গুর অবস্থায় আছি আর জয়টা আমাদের খুবই প্রয়োজন ছিল। প্রথম গোলটা হওয়ার ছিল না, এর পরেরটাও। এরপর আমরা হাল ছেড়ে দিয়েছিলাম।’

চ্যাম্পিয়ন্স লিগে সিটি এখন ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে এবং শীর্ষ আটে থাকতে হলে জুভেন্টাস, পিএসজি এবং ক্লাব ব্রুগার বিপক্ষে ম্যাচ থেকে বাকি ৯ পয়েন্ট সংগ্রহ করতে হবে।

রবিবার লিভারপুলের কাছে হারলে সিটি প্রিমিয়ার লিগ শীর্ষ তালিকার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়বে। গার্দিওলা বলেন, ‘এটাই আমার কাজ। সবাই পরিস্থিতি জানে। আমরা কাল অনুশীলন করব, পুনরুদ্ধার করব এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’

সম্পর্কিত খবর