লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার স্বস্তির জয়

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার স্বস্তির জয়

শুরুতেই গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে বার্সেলোনা। আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে শাভি আর্নান্দেসের শিষ্যরা।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে গতরাতে খেলতে নামে বার্সেলোনা। ম্যাচ শুরু হতে না হতেই মাত্র ২০ সেকেন্ডেই বার্সার ডিফেন্স লাইন এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করান সামুয়েল ওমোরদিওন। লোপেজের নিচু করে দেওয়া ক্রস দারুণ ফিনিশ করেন তিনি। এগিয়ে যায় আলাভেস।

পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে। একের অধিকবার সুযোগ তৈরি করলেও সফল হতে পারছিল না তারা। বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে তোলে বার্সা। অবশেষে ৫৩তম কুন্দের ক্রস থেকে দারুণ হেডের মাধ্যমে বিপক্ষের জালে বল প্রবেশ করাতে সক্ষম হন পোলিশ তারকা রবার্ত লেভানদোভস্কি। সমতায় ফেরে তার দল।

৭৮তম মিনিটে ডি-বক্সের ভেতর ফেরান তরেসকে ফাউল করে আলাভেস ডিফেন্ডার, বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দেন রেফারি। সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেওয়ার সাথে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করেন লেভানদোভস্কি। অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা। সমপরিমাণ ম্যাচ খেলে এক ধাপ উপরে ৩২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ এবং শীর্ষে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে জিরোনা।

সম্পর্কিত খবর