দেশসেরা ব্যাডমিন্টন আম্পায়ারকে শ্রদ্ধা-ভালবাসায় চির বিদায়

দেশসেরা ব্যাডমিন্টন আম্পায়ারকে শ্রদ্ধা-ভালবাসায় চির বিদায়

ক্রীড়াঙ্গনের মানুষদের শ্রদ্ধা-ভালবাসায় শেষ শ্রদ্ধায় শায়িত হলেন দেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ মঙ্গলবার তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন ক্রীড়াঙ্গনের অনেকেই।

যেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।

এর আগে জাতীয় পুরস্কারজয়ী ব্যাডমিন্টন ব্যাক্তিত্ব কামরুন নাহার ডানা জানান, আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহ আগের দিন সন্ধ্যায় ভারতের গৌহাটি রাজ্য থেকে সিলেটের তামাবিল হয়ে ঢাকায় আসে। এরপর আজ সকালে মরহুমের শান্তিনগরের বাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হয় ফকিরাপুল জামে মসজিদ এ অনুস্ঠিত হবে। এরপর দুপুরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে আসা হয়। তারপর ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।

দেশের বাইরে ম্যাচ পরিচালনা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় এই গুণী ব্যাডমিন্টন আম্পায়ারের। সানরাইজ গৌহাটি মাস্টার্স টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ পরিচালনার কথা ছিল। কিন্তু সেখানে হোটেল রুমে ঘুমের মধ্যেই মারা গেছেন নাজিব।

মৃত্যুকালে নাজিব রাসেলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

সম্পর্কিত খবর