বাংলাদেশকে বাস্তবতা বোঝাল অস্ট্রেলিয়া

বাংলাদেশকে বাস্তবতা বোঝাল অস্ট্রেলিয়া

চলতি বছরটা দারুণই কাটছিল বাংলাদেশের। লেবানন-কুয়েতের বিপক্ষে সাফের ম্যাচ বাদে হার নেই একটিও। সে ছন্দটা ধরে রেখে বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল কোচ হাভিয়ের কাবরেরার দল। কিন্তু বাংলাদেশকে শেষমেশ বাস্তবতাটা বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া। গুণে গুণে গোল করল ৭টি। ৭-০ গোলের এই হারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের শুরুটাও হলো বেশ বাজে। 

বাংলাদেশ পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতেই। ৪ মিনিটের মাথায় গুডউইনের ফ্রি কিক থেকে হ্যারি সাউটারের গোল এগিয়ে দেয় স্বাগতিকদের। সে গোলটা হজম করে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছে বেশ। পরের ১৫ মিনিট বেশ ভালোই খেলছিলেন জামাল ভুঁইয়ারা।

তবে সব মনোবল যেন ভেঙে দিল ২০ মিনিটে হজম করা দ্বিতীয় গোলটা। ডান পাশ থেকে আক্রমণে উঠে কনর মেটক্যাফের নিচু ক্রস ঠেকাতে পারেনি বাংলাদেশ রক্ষণ। ব্রেন্ডন বারেল্লোর গোলে ব্যবধান দ্বিগুণ করে অজিরা।

৩৬তম মিনিটে আবারও পরাস্ত হন গোলরক্ষক মিতুল মারমা। এ গোলেও হাত ওই উচ্চতারই। ডান দিক থেকে মেটক্যাফের একটু উঁচু ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মিচেল ডিউক। চার মিনিট পর আবারও এই ডিউক, তাতেই স্কোরলাইন ৪-০ হয় সকারুদের।  

দ্বিতীয়ার্ধের পুরোটাই স্রেফ জেমি ম্যাকলারেনের। ৪৮, ৭০ আর ৮৪ মিনিটে গোল করেন। আর তাতে ষোলকলা পূরণ হয় বাংলাদেশের ব্যর্থতার। অস্ট্রেলিয়া মাঠ ছাড়ে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে।

 

সম্পর্কিত খবর