দিয়াসের জোড়া গোলে ব্রাজিলের হার

দিয়াসের জোড়া গোলে ব্রাজিলের হার

দুঃসময় যেন কাটছেই না ব্রাজিলের। শুরুতে এগিয়ে থেকেও জয়ের দেখা পেল না তারা। কলম্বিয়ার সঙ্গে ২-১ গোলের পরাজয় স্বীকার করতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচ শুরুর ৪র্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের বাড়ানো বল আচমকা শট নিয়ে জালে প্রবেশ করান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এগিয়ে থেকেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল।

দলকে সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ান খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণে ব্যস্ত করে তুলে ব্রাজিলের ডিফেন্ডারদের। তবে গোলরক্ষক এলিসন বেশ কয়েকবার বল রুখে দেওয়ায় কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কলম্বিয়া।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় কলম্বিয়া। অবশেষে ৭৫তম মিনিটে দলকে সমতায় ফেরান লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াস। কারাস্কালের ক্রস থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে এলিসনকে পাশ কাটিয়ে বল জালে প্রবেশ করান তিনি।

ঠিক তার ৪ মিনিট পর ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন দিয়াস। ঠিক একইভাবে বোর্জার ক্রস থেকে আরও একটি অসাধারণ হেড দিয়ে ব্যবধান বাড়ান তিনি। দিয়াসের আকস্মিক এই ঝড়েই ভেঙে পড়ে ব্রাজিল। পরবর্তীতে আর গোল শোধ করতে না পারায় হারের মুখ দেখেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

এই হারের পর গ্রুপ পয়েন্ট টেবিলের ৫ম স্থানে নেমে গিয়েছে ব্রাজিল, ৫ ম্যাচে ২ জয় এবং ১ ড্রয়ের সাথে তাদের পয়েন্ট ৭। অপরপক্ষে সমপরিমাণ ম্যাচ খেলে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্টের সাথে ৩য় স্থানে কলম্বিয়া।

সম্পর্কিত খবর