বড় জয়ে ইউরো খেলার আশা জিইয়ে রাখল ইতালি

বড় জয়ে ইউরো খেলার আশা জিইয়ে রাখল ইতালি

নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইউরো ২০২৪ এর মূলপর্বে খেলার সম্ভাবনা শক্ত করল বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

দলগত শক্তি সামর্থ্যের বিবেচনায় ঢের এগিয়ে ইতালি, ম্যাচের পারফরম্যান্স ও ফলাফল দিয়েই সেটির নজির দেখল ফুটবল বিশ্ব। শুরু থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে স্বাগতিকরা। ১৭তম মিনিটে রাসপাদোরির ক্রস থেকে হেড দিয়ে গোলের খাতা খোলেন মাতেও দার্মিয়ান।

৪০তম মিনিটে জর্জিনহোর পেনাল্টি আটকিয়ে দেন মেসিডোনিয়ার গোলরক্ষক। তবে ঠিক তার পরমুহূর্তেই জোড়া গোল করে ব্যবধান বাড়ান ফেদ্রিকো কেসি। তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইতালি।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ শুরু করে মেসিডোনিয়ার খেলোয়াড়েরা। ৫২ ও ৫৪তম মিনিটে দুটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলে তারা। তবে সমতায় ফেরার তীব্র সম্ভাবনা তৈরি করেও বিফল হতে হয় তাদের। ম্যাচের শেষভাগে যেয়ে ৮১তম মিনিটে রাসপাদোরি এবং যোগ করা সময়ে (৯৩তম মিনিটে) এল শারাওয়ের গোলে ব্যবধান আরও বাড়িয়ে সহজ জয় তুলে নেয় ইতালি।

৭ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে উঠেছে ইতালি। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ইউক্রেইন।

সম্পর্কিত খবর