ভয়ঙ্কর চোটে মৌসুম শেষ গাভির
ইউরো বাছাইয়ে খেলতে গিয়ে ভয়ঙ্কর চোটে পড়েছেন স্পেন এবং বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি। রবিবার জর্জিয়ার বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান ১৯ বছর বয়সী এই ফুটবলার। চোটের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে স্পেন বা বার্সেলোনা এখনো নিশ্চিত করেনি। তবে ইএসপিএন জানাচ্ছে, খুব সম্ভবত এসিএল (অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট) চোটে পড়েছেন গাভি।
সাধারণত এসিএল চোটে পড়লে ৬ থেকে ৯ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। এই সময়ে খেলোয়াড়দের অস্ত্রোপচার করতে হয় এবং লম্বা সময় ধরে চলে পুনর্বাসন প্রক্রিয়া। যদি গাভি এসিএল চোটে পড়ে থাকেন, তাহলে বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না তার, মিস করতে পারেন আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো এবং প্যারিস অলিম্পিকও।
রবিবার জর্জিয়ার বিপক্ষে দলে ৯ পরিবর্তন এনেছিলেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু একাদশে জায়গা ধরে রেখেছিলেন গাভি এবং রবিন লে নরমান্দ। ম্যাচে প্রথমার্ধের মাঝপথেই বল নিয়ন্ত্রণ করতে গিয়ে হাঁটুতে চোট পান গাভি। তৎক্ষণাৎ মাঠ ছাড়তে হয় তাকে।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ শেষে চোট নিয়ে দুঃসংবাদ দিয়েছেন, 'ও (গাভি) ভেঙে পড়েছে, একেবারে বিধ্বস্ত। ও বিশ্বাস করতে পারছিল না যে এমনটা ওর সঙ্গে হতে পারে। ও বাজেভাবে পড়েছিল, আর সঙ্গে সঙ্গেই হাঁটুটা শেষ। এটা আমার দেখা ফুটবলে সবচেয়ে কঠিন মুহূর্ত এবং তিক্ত অভিজ্ঞতা।'
আজ (সোমবার) চোটের অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছেন গাভি।