সাফজয়ী দলের সঙ্গে পুরস্কার নিতে যাননি পিটার বাটলার
প্রথমবারের মত দেশের দ্বিতীয় বেসামরিক পুরস্কার একুশে পদক পেল দেশের নারী ফুটবল দল। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। বলা হচ্ছে সাবিনা খাতুনদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই অনুষ্ঠান বয়কট করছেন বাটলার।
আজ বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে একুশে পদক দেওয়া হয় সাফজয়ী নারীদের। তবে সেখানে যাননি পিটার। সহকর্মীদের সাফ জানিয়ে দিয়েছিলেন এ অনুষ্ঠানে থাকবেন না তিনি। কোচের বিরুদ্ধে অভিযোগ এন তার অধীনে অনুশীলন বয়কটের পরে সাবিনাদের সঙ্গে মুখোমুখি হন নি তিনি। যদিওবা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হওয়ার একটা সুযোগ ছিল তবে সেটাও এড়িয়ে গেলেন বাটলার।
অনুষ্ঠানে দলের সঙ্গে বাটলালের না থাকা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) নির্বাহী সদস্য টিপু সুলতান বলেন,'আমাকে ফেডারেশন থেকে সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকতে বলা হয় সবাই একসঙ্গে যাবে। আমি নির্ধারিত সময়ে এসেছি। পরবর্তীতে শুনলাম হেড কোচ ও আরো কয়েকজন অনুপস্থিত। সবাইকে বলা হয়েছে আসতে এরপরও কেন অনুপস্থিত সেটা আমার জানা নেই।’
এদিকে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে ম্যাচ স্টাফ সহ মোট ৩২ জনকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। প্রধান কোচ বাটলার ছাড়াও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং গোলরক্ষক কোচ মেহেদি হাসান উজ্জ্বলও আজকের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে একজন শারীরিক অসুস্থতা ও আরেক জন পারিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি বলে জানান। বাটলারের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আর দেশের বাইরে থাকায় অনুপস্থিত ছিলেন নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।