মেসিকে দেখতে মায়ামির ম্যাচে তারার হাট
ইন্টার মায়ামির জার্সি গায়ে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে বহু আগেই। তারপর ইতিহাস গড়ে মিয়ামিকে জিতিয়েছেন তাদের প্রথম শিরোপাও। এরপরও মেসির আবেদন যেন কমছেই না। এই যেমন আজ লস এঞ্জেলস এফসির বিপক্ষে খেলেছেন মেসি, সে ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে দেখতে এলএএফসির গ্যালারিতে তারার হাটই বসে গিয়েছিল রীতিমতো।
বিএমও স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয়েছিল এলএএফসি আর ইন্টার মায়ামি। মেসি গোল পাননি। তবে খেলেছেন দুর্দান্ত। জোড়া গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। তাতে তার দলও হেসেছে শেষ হাসি, জিতেছে ৩-১ গোলে। এ জয়ের বাড়তি মাহাত্ম্যও আছে মায়ামির জন্য। মেসি-যুগে এটাই যে তাদের লিগ ম্যাচে প্রথম জয়!
এই ম্যাচটা দেখতে বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়েছিলেন একগাদা তারা। মেসি প্রায় গোল করেই ফেলেছিলেন, এর একটু পরই ক্যামেরা নিয়ে ধরল গ্যালারিতে। সেখানে হাজির সেলেনা গোমেজের যেন বিস্ময় কাটছিলই না! তার নিচের সারিতেই ছিলেন র্যাপার তাইগা, তিনিও সেলেনার মতোই হতবাক ছিলেন মাঠের পারফর্ম্যান্স দেখে।
শুধু কি এই দুজন? লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্পাইডারম্যান খ্যাত টোবি ম্যাগুয়ের, জেমস হার্ডেনরাও ছিলেন সেখানে। ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বাস্কেটবল তারকা লেবরন জেমসও ছিলেন গ্যালারিতে।
গ্যালারিতে এত্তো এতো তারার মেলা শুধু এক মহাতারকাকে দেখতেই। মেসিও তাদের নেহায়েত হতাশ করেননি।