রিয়ালে যতদ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে চান ভিনি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের মাদ্রিদ ডার্বিতে প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বরাবরের মতো অপ্রতিদ্বন্দ্বী রিয়াল জয় তুলে নিতে ভুল করবে না সেটা আগে থেকেই অনুমেয়। এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকে ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২ টায় মাঠে গড়াবে ম্যাচটি। গত বছর ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না পাওয়ায় অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এটা নিয়ে ভিনি বলেন,‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তাই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই।’
এ সময় তিনি আরো বলেন,‘ আমি কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যখন এটার খুব কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
দলবদল প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যতদ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট, সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আর কোথায় থাকতে পারতাম না।’
রিয়ালকে নিয়ে স্বপ্ন আছে উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন,‘ ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’
রিয়ালের হয়ে চলতি মৌসুমে ৩৬ ম্যাচে ১৮ টি গোলের দেখা পেয়েছেন ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। করেছেন ৭টি অ্যাসিস্টও।