গিলের সঙ্গে ‘ডিপফেক’ ছবি নিয়ে মুখ খুললেন সারা

গিলের সঙ্গে ‘ডিপফেক’ ছবি নিয়ে মুখ খুললেন সারা

বিশ্বকাপ স্বপ্ন ভেঙেছে কোটি ভারতীয় সমর্থকদের। হৃদয় ভেঙেছে দলটির ক্রিকেটারদেরও। তবে ঠিকই ব্যক্তিগত পারফরম্যান্সে মন জয় করেছেন দলটির একাধিক তারকা। তরুণ ব্যাটার শুভমান গিল তাদের মধ্যে অন্যতম। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে অবস্থান তার। তবে তাকে নিয়ে মাঠের বাইরের আলোচনায় হচ্ছে বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইন্টারনেটে চোখ রাখলেই গিলের সঙ্গে দেখা মিলছে শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে। শোনা যাচ্ছে দু’জনের প্রেমের গুঞ্জন। সেই সব গুঞ্জন নিয়েই এবার মুখ খুলেছেন সারা টেন্ডুলকার। ডিপফেক ছবি নিয়ে সতর্ক করেছেন তার অনুরাগীদের।

সম্প্রতি গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তা যে সত্য নয়; ডিপফেকের মাধ্যমে করা। তাই নিয়েই কথা বলেছেন সারা। ইনস্টাগ্রামে সারা লিখেছেন, ‘সামাজিক যোগাযোগামাধ্যম অসাধারণ একটা জায়গা। এখানে আমরা নিজেদের আনন্দ, দুঃখ এবং প্রতিদিনের সবকিছু ভাগ করে নেই। কিন্তু সমস্যা হল এখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেওয়া হচ্ছে। যা ইন্টারনেটের পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। আমি এমন কিছু ‘ডিপফেক’ ছবি দেখেছি, যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।’

সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে সারার বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে। যদিও সারা এক্স ব্যবহার করেন না। বিষয়টি নিয়ে অনুরাগীদের সর্তক করে সারা বলেন, ‘এক্সে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। এক্সে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করব অ্যাকাউন্টগুলি মুছে দেওয়া হবে। বিনোদন ভাল, তবে সত্যিকে বিসর্জন দিয়ে দেওয়া উচিত নয়।’

সম্পর্কিত খবর