কোনো ম্যাচ না জিতেই ইউরোর দুয়ারে এস্তোনিয়া!
আগামী বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে ইউরোপের মহাদেশীয় ফুটবল আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা এই আসলে অংশ গ্রহণ করবে ইউরোপের মোট ২৪টি দেশ। যার মধ্যে এরইমধ্যে ইউরোতে খেলা নিশ্চিত করেছে ২০টি দল। আয়োজক হিসেবে জার্মানি ছাড়া বাকি তিনটি দলকে ইউরোতে জায়গা পেতে খেলতে হবে প্লে-অফ। যেখানে রয়েছে মোট ১২টি দল।
তবে মজার ব্যাপার হচ্ছে গ্রুপপর্বে কোনো ম্যাচ না জিতেই ইউরোর প্লে-অফে জায়গা নিশ্চিত হয়েছে এস্তোনিয়ার। গ্রুপ ‘এফ’ পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। জয় পায়নি কোনো ম্যাচেই। ড্র’ করেছে মোটে একটি। এরপরও অদ্ভুত নিয়মের কারণে প্লে অফে জায়গা পেয়েছে তারা।
মূলত, ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগের পারফরম্যান্স বিবেচনায় প্লে-অফে জায়গা হয়েছে তাদের। সেখানে লিগ ‘ডি’ তে গ্রুপ ২-এ মালটা ও সান মারিনোকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ছিল এস্তোনিয়া। আর সেই পারফরম্যান্সই দলটিকে জায়গা পাইয়ে দিয়েছে ইউরোবাছাইয়ের প্লে-অফে।
এস্তোনিয়া ছাড়া প্লে-অফে সুযোগ পাওয়া ১২ দল হল- পোল্যান্ড, ওয়েলস, এস্তোনিয়া, ইসরায়েল, বসনিয়া ও হার্জেগোভিনা, জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবার্গ, ইউক্রেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড। দলগুলো প্লে-অফের সেমিফাইনাল খেলবে প্রথমে। এরপর সেখান থেকে ৬ টি দল খেলবে ফাইনালে। জয়ী ৩ দল টিকিট কাটবে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের।
আর সেটি করতে এস্তোনিয়ার সবচেয়ে বড় বাধা পোল্যান্ড। সেমিফাইনলে পোলিশদের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। সেখানে জয় পেলে আগামী ২৬ মার্চ প্লে-অফের ফাইনালে ইউরোর টিকিট কাটতে মাঠে নামতে হবে তাদের। গ্রুপপর্বে জয় না পেলেও এখন সেটি করতে এখন মুখিয়ে দলটি।