ফিফা বিশ্বকাপে ট্রাম্প

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৫ পিএম | ০৮ মার্চ, ২০২৫

২০২৬ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তারই প্রস্তুতিতে তোড়জোড় শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বৈশ্বিক এই আসরের প্রস্তুতির সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সেখানে অবশ্য টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করবে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করতে এসে গতকাল শুক্রবার এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের এক রিপোর্টে জানিয়েছে,‘ ২০২৬ বিশ্বকাপ ফুটবল এমন সময়ে হতে চলেছে, যখন উত্তর আমেরিকা মহাদেশে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা বাড়ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী প্রতিক্রিয়াও দেখিয়েছে।

অবশ্য ২০২৬ সালে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরে আঞ্চলিক উত্তেজনা নিয়ে চিন্তিত নন ট্রাম্প। তিনি বলেন,‘ ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস। এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।’

ফুটবল বিশ্বকাপ আয়োজন উপলক্ষ্যে আগামী বছর আমেরিকা মহাদেশে প্রচুর সংখ্যক দর্শকের আগমন আশা করছে তিন দেশ। ২০২৬ বিশ্বকাপ মোট ৪৮টি দেশ অংশ নেবে। তিন দেশ মিলিয়ে হওয়া ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

খেলার দুনিয়া | ফলো করুন :