বয়সের সঙ্গে গোলের ক্ষুধা বেড়েছে রোনালদোর

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১৮ এএম | ১১ মার্চ, ২০২৫

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার মধ্য দিয়ে পাড়ি দিয়েছেন জীবনের ৪০ টি বসন্ত। তবুও পায়ের বুটজোড়া এখনও খুলে রাখেননি। রোনালডো নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে ছুটে চলেছেন অবিরাম।

এমনই এক স্বপ্ন পূরণ করেছেন গতকাল রাতে। নিজেকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ফুটবলে বয়স ৩০ পেরোনোর পরে যেখানে ফুটবলারকে বুড়ো বলা হয়,সেখানে ৩০ এর পরেই রোনালদো আরও বেশি ভয়ংকর হয়েছেন। নিজের ক্ষিপ্রতা ও তীব্রতা একটুও কমতে দেননি রোনালডো। পরিসংখ্যানই রোনালদোকে নিয়ে এতগুলো কথার প্রমাণ। বয়স ত্রিশ হওয়ার আগে রোনালদো করেছিলেন ৪৬৩ গোল। আর ত্রিশের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৪৬৪। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোনালদোর গোল করার ক্ষুধাও বাড়ছে।

নিজেকে ছাড়িয়ে যাওয়া গোলটি গতকাল রাতে রোনালদো করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। রোনালদোর গোলের রাতে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (শেষ আটে জায়গা করে নিলো রোনালদোর ক্লাব আল নাসর।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল সংখ্যা এখন ৩২ ম্যাচে ২৭টি। আর আল নাসরের জার্সিতে ১০২ ম্যাচে করেছেন ৯১ গোল।

রোনালদোর স্বপ্ন ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া। সে পথের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। ১০০০ গোলে পৌঁছাতে রোনালদোর চাই আরও ৭৩ গোল। সে মাইলফলক ছোঁয়া অনেকটাই কঠিন। তবে ফুটবলারের নাম যখন রোনালদো,তখন কোনো কিছু করাই অসম্ভব নয়।

খেলার দুনিয়া | ফলো করুন :